Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ-এর


নতুন দিল্লি, ১৮ ডিসেম্বর ২০২৪

 

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। 

অভিন্ন মূল্যবোধ, গণতন্ত্রের প্রতি বিশ্বাস এবং আইনের শাসনের ওপর ভিত্তি করে ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে যে আস্থাশীল ও মূল্যবান অংশীদারিত্ব গড়ে উঠেছে, দুই নেতা তার ওপর জোর দিয়েছেন। 

জল, কৃষি ও স্বাস্থ্য ক্ষেত্রে জারি থাকা অংশীদারিত্ব আরও গভীর করার পন্থা-পদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। দুজনেই বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা, উদ্ভাবন, গ্রিন হাইড্রোজেন ও সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে এক কৌশলগত মাত্রা দিতে এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে নতুন স্তরে উন্নীত করতে সহমত হয়েছেন। নাগরিক সংযোগ এবং শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে বিনিময় আরও বাড়ানোর ওপর জোর দেন দুই নেতা। 

দুই প্রধানমন্ত্রীর মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শান্তি, নিরাপত্তা সহযোগিতা ও সুস্থিতির প্রসারে একযোগে কাজ করার প্রতিশ্রুতি তাঁরা পুনরায় উল্লেখ করেন। 

দুই নেতাই একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলতে সহমত হন। 

 
PG/SD/AS