নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২৪
মহামান্য রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়াকা,
দু’দেশের প্রতিনিধিবৃন্দ,
সংবাদ মাধ্যমের বন্ধুগণ,
শুভেচ্ছা!
আমি রাষ্ট্রপতি দিসানায়াকা’কে ভারতে আন্তরিক স্বাগত জানাই। রাষ্ট্রপতি হিসেবে আপনার প্রথম বিদেশ সফরের জন্য আপনি ভারতকে বেছে নেওয়ায় আমার খুব ভালো লাগছে। রাষ্ট্রপতি দিসানায়াকার সফর আমাদের সম্পর্কের মধ্যে নতুন করে গতি ও শক্তির সঞ্চার করেছে। আমাদের অংশীদারিত্বের ক্ষেত্রে আমরা ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গী গ্রহণ করেছি। আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ – নেতৃত্বাধীন বিকাশ ও সংযোগের উপর জোর দিয়েছি। আমরা স্থির করেছি যে, বাস্তব, ডিজিটাল এবং শক্তি সংযোগ আমাদের অংশীদারিত্বের মূল স্তম্ভ হবে। আমরা দু’দেশের মধ্যে বিদ্যুৎ গ্রিড সংযোগ এবং বহু পণ্য পেট্রোলিয়াম পাইপলাইন স্থাপনের লক্ষ্যে কাজ করব। সামপুর সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজের গতি আরও বাড়ানো হবে। শ্রীলঙ্কার বিদ্যুৎ কেন্দ্রগুলিতে সরবরাহ করা হবে তরল প্রাকৃতিক গ্যাস। দ্বিপাক্ষিক বাণিজ্যের উন্নয়নে উভয় পক্ষ শীঘ্রই ইটিসিএ সম্পন্ন করার চেষ্টা করবে।
বন্ধুগণ,
এ পর্যন্ত ভারত, শ্রীলঙ্কাকে ৫ বিলিয়ন ডলার মূল্যের আর্থিক সাহায্য ও লাইন অফ ক্রেডিট দিয়েছে। আমরা শ্রীলঙ্কার ২৫টি জেলার সবকটিতেই সহায়তা দিয়ে আসছি। আমাদের অংশীদার দেশগুলির উন্নয়নমূলক অগ্রাধিকারের ভিত্তিতে আমরা প্রকল্প নির্বাচন করি। এই উন্নয়নমূলক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা মাহু থেকে অনুরাধাপুরম রেল সেকশন এবং কাঙ্কেসান্থুরাই বন্দরের সিগন্যালিং সিস্টেমের পুনরুজ্জীবনে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার অঙ্গ হিসেবে আমরা শ্রীলঙ্কার পূর্বাঞ্চল ও জাফনার বিশ্ববিদ্যালয়গুলির ২০০ জন পড়ুয়াকে মাসিক বৃত্তি প্রদান করব। আগামী ৫ বছরে শ্রীলঙ্কার ১ হাজার ৫০০ সিভিল সার্ভেন্টকে ভারতে প্রশিক্ষণ দেওয়া হবে। আবাসন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ও পরিকাঠামোর পাশাপাশি কৃষি, ডেয়ারী ও মৎস্য ক্ষেত্রেও ভারত শ্রীলঙ্কাকে সহায়তা প্রদান করবে। শ্রীলঙ্কার অনন্য ডিজিটাল পরিচয় প্রকল্পে ভারত অংশীদার হবে।
বন্ধুগণ,
রাষ্ট্রপতি দিসানায়াকা এবং আমি সম্পূর্ণ একমত যে, আমাদের নিরাপত্তা সংক্রান্ত স্বার্থ একে-অপরের সঙ্গে সংযুক্ত। আমরা নিরাপত্তা সহযোগিতা চুক্তি দ্রুত চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছি। সমুদ্র বিদ্যার ক্ষেত্রেও আমরা একে-অপরকে সহযোগিতা করব। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে কলম্বো সিকিউরিটি কনক্লেভ এক গুরুত্বপূর্ণ মঞ্চ বলে আমরা বিশ্বাস করি। এই ছাতার তলায় সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, পাচার ও সংগঠিত অপরাধ দমন, মানবিক সহায়তা, বিপর্যয় মোকাবিলা সহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা প্রদান করা সম্ভব হবে।
বন্ধুগণ,
ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের মধ্যে সংযোগ আমাদের সভ্যতার গভীরে নিহিত। ভারত যখন পালি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে, তখন শ্রীলঙ্কাও সেই উদযাপনে আমাদের সঙ্গে সামিল হয়েছে। নৌ পরিষেবা এবং চেন্নাই – জাফনা বিমান সংযোগ শুধু পর্যটন ক্ষেত্রের বিকাশেই সহায়ক হয়নি, আমাদের সাংস্কৃতিক যোগসূত্রকেও শক্তিশালী করেছে। আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, নাগাপট্টিনাম – কাঙ্কেসান্থুরাই নৌ পরিষেবা সফলভাবে চালু হওয়ার পর এবার রামেশ্বরম ও তালাইমান্নারের মধ্যেও নৌ পরিষেবা চালু হবে। পর্যটন ক্ষেত্রে বৌদ্ধ সার্কিট ও শ্রীলঙ্কার রামায়ণ ট্রেলের যে অপার সম্ভাবনা রয়েছে, তার সদ্ব্যবহারেও কাজ আরম্ভ করা হবে।
বন্ধুগণ,
আমরা আমাদের মৎস্যজীবীদের জীবন ও জীবিকার সমস্যা নিয়েও বিশদে আলোচনা করেছি। আমরা উভয়েই সম্মত হয়েছি যে, এক্ষেত্রে আমাদের মানবিক দৃষ্টিভঙ্গী গ্রহণ করতে হবে। শ্রীলঙ্কার পুনর্গঠন ও সমন্বয় নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে। রাষ্ট্রপতি দিসানায়াকা তাঁর অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গী সম্পর্কে আমাকে অবহিত করেছেন। আমরা আশা করি যে, শ্রীলঙ্কা সরকার তামিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে উদযোগী হবে। শ্রীলঙ্কার সংবিধান সম্পূর্ণ রূপে বাস্তবায়ন এবং প্রাদেশিক পরিষদগুলিতে নির্বাচনের যে প্রতিশ্রুতি তারা দিয়েছে, তা রক্ষিত হবে।
বন্ধুগণ,
জাতি গঠনের যে উদ্যোগ তিনি নিয়েছেন, তাতে এক বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভারত তাঁর পাশে থাকবে বলে আমি রাষ্ট্রপতি দিসানায়াকা’কে আশ্বাস দিয়েছি। আবারও আমি রাষ্ট্রপতি দিসানায়াকা এবং তাঁর প্রতিনিধিদলকে ভারতে আন্তরিক স্বাগত জানাই। তাঁর বুদ্ধগয়া সফরের জন্য আমি তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, এই সফর আধ্যাত্মিক শক্তি ও অনুপ্রেরণায় পূর্ণ হয়ে উঠবে।
আপনাদের অসংখ্য ধন্যবাদ।
(প্রধানমন্ত্রী মূল ভাষণটি হিন্দিতে দিয়েছিলেন)
PG/SD/SB
Addressing the press meet with President @anuradisanayake of Sri Lanka. https://t.co/VdSD9swdFh
— Narendra Modi (@narendramodi) December 16, 2024
मैं राष्ट्रपति दिसानायक का भारत में हार्दिक स्वागत करता हूँ।
— PMO India (@PMOIndia) December 16, 2024
हमें ख़ुशी है कि राष्ट्रपति के रूप में अपनी पहली विदेश यात्रा के लिए आपने भारत को चुना है।
आज की इस यात्रा से हमारे संबंधों में नई गति और ऊर्जा का सृजन हो रहा है: PM @narendramodi
भारत ने अब तक श्रीलंका को 5 बिलियन डॉलर की Lines of Credit और grant सहायता प्रदान की है।
— PMO India (@PMOIndia) December 16, 2024
श्रीलंका के सभी 25 जिलों में हमारा सहयोग है।
और हमारे प्रोजेक्ट्स का चयन सदैव पार्टनर देशों की विकास प्राथमिकताओं पर आधारित होता है: PM @narendramodi
भारत और श्रीलंका के people to people संबंध हमारी सभ्यताओं से जुड़े हैं।
— PMO India (@PMOIndia) December 16, 2024
जब भारत में पाली भाषा को “Classical भाषा” का दर्जा दिया गया, तो श्रीलंका में भी उसकी खुशी मनाई गई: PM @narendramodi
हमने मछुआरों की आजीविका से जुड़े मुद्दों पर भी चर्चा की।
— PMO India (@PMOIndia) December 16, 2024
हम सहमत हैं, कि हमें इस मामले में एक मानवीय approach के साथ आगे बढ़ना चाहिए: PM @narendramodi
It was indeed wonderful meeting you, President Anura Kumara Dissanayake. Your visit to India is going to add great momentum to the India-Sri Lanka friendship! @anuradisanayake https://t.co/VXfa9JX5Px
— Narendra Modi (@narendramodi) December 16, 2024
Today’s talks with President Anura Kumara Dissanayake covered topics such as trade, investment, connectivity and energy. Our nations also look forward to collaborating in sectors such as housing, agriculture, dairy and fisheries. @anuradisanayake pic.twitter.com/vdKC4Um32o
— Narendra Modi (@narendramodi) December 16, 2024
India and Sri Lanka will also work together to strengthen the fight against terrorism and organised crime. Likewise, we will also focus on maritime security, cyber security and disaster relief. pic.twitter.com/OVre18geDx
— Narendra Modi (@narendramodi) December 16, 2024
India-Sri Lanka ties will keep getting stronger! @anuradisanayake pic.twitter.com/S3E5NSEi4Q
— Narendra Modi (@narendramodi) December 16, 2024