নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রয়াণ বার্ষিকীতে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, শ্রী প্যাটেলের ব্যক্তিত্ব ও কাজ দেশের একতা, অখন্ডতা রক্ষায় ও উন্নত ভারত গঠনের লক্ষ্যে যেসব নাগরিক কাজ করে চলেছেন, তাঁদের প্রেরণা যোগাবে।
এক্স পোস্টে শ্রী মোদী বলেন, “দেশের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রয়াণ বার্ষিকীতে তাঁর স্মৃতিতে শত শত প্রণাম। তাঁর ব্যক্তিত্ব ও কৃতিত্ব দেশের একতা ও অখন্ডতা রক্ষায় এবং উন্নত ভারত গঠনের লক্ষ্যে কর্মরত দেশবাসীর কাছে প্রেরণা-স্বরূপ হয়ে থাকবে”।
PG/PM/SB
देश के लौह पुरुष सरदार वल्लभभाई पटेल को उनकी पुण्यतिथि पर शत-शत नमन। उनका व्यक्तित्व और कृतित्व राष्ट्र की एकता, अखंडता और विकसित भारत के संकल्प की सिद्धि के लिए देशवासियों की प्रेरणाशक्ति बना रहेगा।
— Narendra Modi (@narendramodi) December 15, 2024