Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রীকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী


নয়াদিল্লি, ১২ ডিসেম্বর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রী মাননীয় শেখ আব্দুল্লা বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানান। 
সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তাঁকে পাল্টা শুভেচ্ছা জানান শেখ আব্দুল্লা বিন জায়েদ আল নাহিয়ান। উচ্চ পর্যায়ে ঘর ঘন সফর ও পারস্পরিক মতবিনিময় নিয়ে প্রধানমন্ত্রী মোদী সন্তোষ প্রকাশ করেন। 

প্রযুক্তি, বিদ্যুৎ এবং মানুষে মানুষে পারস্পরিক যোগাযোগ সহ সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করার উপর জোর দেন উভয় নেতা। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারত- মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডর (আইএমইইসি) রূপায়ণের উপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। 
পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর মতামত ব্যক্ত করেন শেখ আব্দুল্লা বিন জায়েদ আল নাহিয়ান। দীর্ঘস্থায়ী শান্তি, স্থায়িত্ব এবং এই অঞ্চলের সুরক্ষা নিয়ে ভারতের অঙ্গীকারের কথা আবারও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। 

 

PG/MP/SB