নয়াদিল্লি, ১২ ডিসেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অস্ত্রোপচারের পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এক্স বার্তায় ব্রাজিলের প্রেসিডেন্টের এক পোস্টের প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন:
“প্রেসিডেন্ট @LulaOficial’s – এর অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হওয়ায় এবং তাঁর আরোগ্যলাভের কথা জানতে পেরে আমি স্বস্তিবোধ করছি। তাঁর সুস্বাস্থ্য কামনা করি।”
PG/MP/SB…
I am happy to know that President @LulaOficial’s surgery went well and that he is on the path to recovery. Wishing him continued strength and good health. https://t.co/BAPKigvydK
— Narendra Modi (@narendramodi) December 12, 2024