নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রায় ৫,৫০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এটি হল বিশ্বের অন্যতম বড় সমাবেশ যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ পূণ্যার্থী ভিড় করেন। তিনি বলেন, প্রয়াগরাজ হল এমন একটি জায়গা যার প্রতিটি পদক্ষেপের সঙ্গে জড়িয়ে রয়েছে পবিত্রতা ও ধর্মীয় অনুভূতি। তাঁর কথায়, “প্রয়াগরাজ শুধুমাত্র একটি ভৌগোলিক ভূখণ্ড নয়, এটি হল আধ্যাত্মিকতার স্থান।” শ্রী মোদী বলেন, গ্রাম, শহর, নগর সহ দেশের বিভিন্ন অংশের মানুষ প্রয়াগরাজে ভিড় করেন এবং বিশ্বের এ ধরনের জনসমাবেশ এক বিরল ঘটনা। লক্ষ লক্ষ মানুষ এক লক্ষ্য, এক ভাবনা নিয়ে এখানে আসেন। তিনি বলেন, কুম্ভে আগত তীর্থযাত্রীদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানে কেন্দ্র ও রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ। সেইসঙ্গে, অযোধ্যা, বারাণসী, লক্ষ্ণৌ-এর মতো শহরের সঙ্গে প্রয়াগরাজের যোগাযোগ ব্যবস্থার উন্নতির ওপর জোর দেন তিনি।
এ প্রসঙ্গে প্রয়াগরাজে পরিচ্ছন্নতার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন শ্রী মোদী। তিনি জানান, এ বছরের কুম্ভ মেলায় পরিচ্ছন্নতার কাজে ১৫ হাজারের বেশি স্যানিটেশন কর্মীকে নিযুক্ত করা হয়েছে। কুম্ভ মেলার সঙ্গে যুক্ত বিশাল আর্থিক কর্মকাণ্ডের কথাও তাঁর ভাষণে তুলে ধরেন শ্রী মোদী। তিনি বলেন, সঙ্গম স্থলে অস্থায়ীভাবে শহর গড়ে তোলা হবে যেখানে দেড় মাস পর প্রতিদিন কয়েক লক্ষ মানুষ হাজির হবেন।
শ্রী মোদী বলেন, ৬ হাজারের বেশি নৌকা-চালক, হাজার হাজার দোকানদার পূণ্য স্নানের সাক্ষী থাকবেন। মেলাকে কেন্দ্র করে অসংখ্য মানুষের কর্মসংস্থানের কথাও উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, কুম্ভ মেলা শুধুমাত্র সমাজকে শক্তিশালী করবে না, সেইসঙ্গে মানুষের আর্থিক ক্ষমতায়নেও বিশেষ ভূমিকা পালন করবে।
প্রধানমন্ত্রী আজ প্রয়াগরাজে পৌঁছন এবং সঙ্গম ও অক্ষয় বটবৃক্ষে পুজো দেন। এরপর তিনি হনুমান মন্দির ও সরস্বতী কূপ দর্শন করেন। মহাকুম্ভের প্রদর্শনী স্থলও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মহাকুম্ভ, ২০২৫ উপলক্ষে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে, রেল ও সড়ক প্রকল্প। প্রয়াগরাজের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এই পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এছাড়া, পানীয় জল ও বিদ্যুতের সঙ্গে যুক্ত বিভিন্ন পরিকাঠামো প্রকল্পেরও তিনি উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বেশ কয়েকটি মন্দির করিডরের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে ভরদ্বাজ আশ্রম করিডর, হনুমান মন্দির করিডর প্রভৃতি।
অনুষ্ঠানে উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রীমতী আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী শ্রী কেশব প্রসাদ মৌর্য এবং শ্রী ব্রজেশ পাঠক প্রমুখ উপস্থিত ছিলেন।
PG/MP/DM
महाकुंभ हमारी आस्था, अध्यात्म और संस्कृति का दिव्य महोत्सव है। इसकी तैयारियों का जायजा और विभिन्न विकास कार्यों के लोकार्पण के लिए प्रयागराज की पवित्र भूमि पर आकर सौभाग्यशाली महसूस कर रहा हूं। https://t.co/pxQSGIUOKK
— Narendra Modi (@narendramodi) December 13, 2024
प्रयाग वो है, जहां पग-पग पर पवित्र स्थान हैं, जहां पग-पग पर पुण्य क्षेत्र हैं: PM @narendramodi pic.twitter.com/a73JLRvvrH
— PMO India (@PMOIndia) December 13, 2024
किसी बाहरी व्यवस्था के बजाय कुंभ, मनुष्य के अंतर्मन की चेतना का नाम है: PM @narendramodi pic.twitter.com/k6WOTpDnDf
— PMO India (@PMOIndia) December 13, 2024
महाकुंभ, एकता का महायज्ञ है: PM @narendramodi pic.twitter.com/EjO0Fn54pG
— PMO India (@PMOIndia) December 13, 2024