Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ডঃ বাবাসাহেব আম্বেডকরকে তাঁর মহাপরিনির্বাণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ০৬ ডিসেম্বর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ডঃ বাবাসাহেব আম্বেডকরকে তাঁর মহাপরিনির্বাণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, সমতা ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় ডঃ আম্বেডকরের নিরলস লড়াই প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা যোগাবে। 

এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন:

“মহাপরিনির্বাণ দিবসে আমাদের সংবিধানের স্থপতি এবং সামাজিক ন্যায়ের আলোকবর্তিকা ডঃ বাবাসাহেব আম্বেডকরকে আমরা শ্রদ্ধা জানাই। 

সমতা ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় ডঃ আম্বেডকরের নিরলস লড়াই প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা যোগাবে। আজ যেহেতু আমরা তাঁর অবদানকে স্মরণ করছি, তাই তাঁর ভাবনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমাদের অঙ্গীকার পুনরায় দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করা উচিৎ। 

সেইসঙ্গে, চলতি বছরের গোড়ার দিকে মুম্বইয়ের চৈত্য ভূমিতে আমার সফরের একটি ছবিও ভাগ করে নিচ্ছি।

জয় ভীম।”

 

PG/MP/SB