নতুন দিল্লি, ২০ নভেম্বর ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও গায়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান আলি গায়ানার জর্জ টাউনে ‘এক পেঢ় মা কে নাম’ কর্মসূচিতে যোগ দেন। শ্রী মোদী বলেন, এই কর্মসূচি স্থায়ীত্বের জন্য তার অঙ্গীকারের পরিচায়ক।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন :
“স্থায়ীত্বের জন্য অঙ্গীকার স্বরূপ এই কর্মসূচি!
গায়ানার রাষ্ট্রপতি ও আমার বন্ধু ডঃ ইরফান আলি আমার সঙ্গে ‘এক পেঢ় মা কে নাম’ (মায়ের নামে একটি গাছ) কর্মসূচিতে যোগ দেন। তিনি তাঁর ঠাকুমা ও শাশুড়ী মায়ের সঙ্গে একটি চারা রোপণ করেছেন।
@DrMohamedIrfaa1
@presidentaligy”
PG/PM/AS/
A shared commitment to sustainability!
— Narendra Modi (@narendramodi) November 20, 2024
In a very special gesture, the President of Guyana and my friend, Dr. Irfaan Ali, took part in the ‘Ek Ped Maa Ke Naam’ (a tree for Mother) movement by planting a tree with his grandmother and mother-in-law.@DrMohamedIrfaa1… pic.twitter.com/WxgWrTmZdt