Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ঝাঁসি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংবাদে বিচলিত প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২৪

 

উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে প্রাণহানির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি এই মর্মে আশ্বাস দিয়েছেন যে রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সকল রকম উপায়ে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। 

শ্রী মোদী ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেক ব্যক্তির নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এককালীন অর্থ সহায়তা দেওয়া হবে। 

এ সম্পর্কে সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন : 

“হৃদয় বিদারক ঘটনা! উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে আমার মন ও  হৃদয় আজ ব্যথিত। এই ঘটনায় যাঁরা সন্তানহারা হলেন, তাঁদের প্রতি জানাই আমার গভীর শোক ও সমবেদনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁদের এই অসহনীয় শোক ও দুঃখ সহ্য করার মতো শক্তি দান করেন। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ত্রাণ সহ অন্যান্য সকল রকম সহায়তা পৌঁছে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে : প্রধানমন্ত্রী @narendramodi”

“हृदयविदारक! उत्तर प्रदेश में झांसी के मेडिकल कॉलेज में आग लगने से हुआ हादसा मन को व्यथित करने वाला है। इसमें जिन्होंने अपने मासूम बच्चों को खो दिया है, उनके प्रति मेरी गहरी शोक-संवेदनाएं। ईश्वर से प्रार्थना है कि उन्हें इस अपार दुख को सहने की शक्ति प्रदान करे। राज्य सरकार की देखरेख में स्थानीय प्रशासन राहत और बचाव के हरसंभव प्रयास में जुटा है: PM @narendramodi”

দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ সহায়তার কথা প্রকাশ করা হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সমাজমাধ্যমে তুলে ধরা এক বার্তায়।

 

PG/SKD/DM