Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জম্মু ও কাশ্মীরের বিধায়ক দেবেন্দর সিং রানার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নয়াদিল্লি, ০১ নভেম্বর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের বিধায়ক দেবেন্দর সিং রানার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।  
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “দেবেন্দর সিং রানাজীর অকাল মৃত্যু স্তম্ভিত করে দেওয়ার মতো। প্রবীণ এই নেতা আন্তরিকভাবে জম্মু ও কাশ্মীরের বিকাশের লক্ষ্যে কাজ করে গেছেন। সম্প্রতি তিনি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। জম্মু ও কাশ্মীরে বিজেপি’কে শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শোকের এই সময় আমি তাঁর পরিবার ও সমর্থকদের পাশে রয়েছি। ঔঁ শান্তি”! 

 

PG/AC/SB