Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মুম্বাই মেট্রোর তৃতীয় লাইনের অ্যারে জেভিএলআর থেকে বিকেসি শাখায় ট্রেন চলাচলের সূচনা উপলক্ষ্যে মুম্বাইবাসীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মুম্বাই মেট্রোর তৃতীয় লাইনের অ্যারে জেভিএলআর থেকে বিকেসি শাখায় ট্রেন চলাচলের সূচনা উপলক্ষ্যে মুম্বাইবাসীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নয়াদিল্লি, ০৫ অক্টোবর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুম্বাই মেট্রোর তৃতীয় লাইনের প্রথম পর্যায়ের অ্যারে জেভিএলআর থেকে বিকেসি শাখায় ট্রেন চলাচলের সূচনা উপলক্ষ্যে মুম্বাইবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই সম্প্রসারণের ফলে জনসাধারণের সহজ জীবনযাত্রা নিশ্চিত হবে। 
সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “মুম্বাই মেট্রোর পরিষেবার সম্প্রসারণ হয়েছে, জনসাধারণের সহজ জীবনযাত্রা নিশ্চিত হয়েছে! মুম্বাই মেট্রোর তৃতীয় লাইনের প্রথম পর্যায়ের অ্যারে জেভিএলআর থেকে বিকেসি শাখায় ট্রেন চলাচলের সূচনা উপলক্ষ্যে মুম্বাইবাসীকে অভিনন্দন জানাই”। 
প্রধানমন্ত্রী এই মেট্রোয় সফরকালে ছাত্রছাত্রী, যুবক-যুবতী, মুখ্যমন্ত্রী মাঝী লেড়কি বহিন যোজনা’র সুবিধাভোগী এবং যাঁরা মেট্রো রেলের নির্মাণ কাজে যুক্ত ছিলেন, সেইসব শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। 
সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ছাত্রছাত্রী, যুবক-যুবতী, মুখ্যমন্ত্রী মাঝী লেড়কি বহিন যোজনা’র সুবিধাভোগী এবং যাঁরা মেট্রো রেলের নির্মাণ কাজে যুক্ত ছিলেন, সেইসব শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করে ভালো লাগলো”। 

 

PG/CB/SB