নতুন দিল্লি, ৫ অক্টোবর ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওয়াশিমে বানজারা সম্প্রদায়ের সম্মানীয় সন্তদের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ সেবায় তাঁদের প্রয়াসের প্রশংসা করেন তিনি।
এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি লিখেছেন:
“ওয়াশিমে বানজারা সম্প্রদায়ের সম্মানীয় সন্তদের সঙ্গে সাক্ষাৎ করেছি। সমাজ সেবায় তাঁদের প্রয়াসের প্রশংসা করেছি।”
PG/MP/AS
In Washim, met respected Saints from the Banjara community. Appreciated their efforts to serve society. pic.twitter.com/bskieUHImx
— Narendra Modi (@narendramodi) October 5, 2024