নয়াদিল্লি, ০৩ অক্টোবর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভোজ্য তেল – তৈলবীজ জাতীয় মিশন (এনএমইও – অয়েলসীডস্)-এ অনুমোদন দেওয়া হয়েছে। দেশে তৈলবীজের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্য তেলের ক্ষেত্রে আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২০২৪-২৫ থেকে ২০৩০-৩১ পর্যন্ত সাত বছরেরও বেশি সময় ধরে এই মিশন রূপায়িত করা হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০ হাজার ১০৩ কোটি টাকা।
এই মিশনের লক্ষ্য হ’ল, তৈল বীজের উৎপাদন ৩৯ মিলিয়ন টন (২০২২-২৩) থেকে বাড়িয়ে ২০৩০-৩১ সালের মধ্যে ৬৯.৭ মিলিয়ন টনে নিয়ে যাওয়া। সেইসঙ্গে, ভোজ্য তেলের উৎপাদনও ২০৩০-৩১ সালের মধ্যে ২৫.৪৫ মিলিয়ন টনে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, যা আমাদের চাহিদার প্রায় ৭২ শতাংশ মেটাতে সক্ষম হবে।
বীজ উৎপাদনের পরিকাঠামোর উন্নতি ঘটাতে ৬৫টি নতুন বীজ হাব এবং ৫০টি বীজ মজুতের ইউনিট গড়ে তোলা হবে। এই মিশনের মাধ্যমে অতিরিক্ত ৪০ লক্ষ হেক্টর জমিতে তৈলবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
বর্তমানে ভোজ্য তেলে দেশ আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশের চাহিদার প্রায় ৫৭ শতাংশই আমদানির উপর নির্ভরশীল। কৃষকদের আয় বৃদ্ধি করতে ভোজ্য তেলের বীজের ন্যূনতম সহায়ক মূল্যও বাড়ানো হয়েছে।
PG/MP/SB
The Cabinet’s approval for a National Mission on Edible Oils – Oilseeds (NMEO-Oilseeds) is a major step towards Atmanirbharta. This mission will boost domestic oilseed production, support hardworking farmers and encourage sustainable agricultural practices.…
— Narendra Modi (@narendramodi) October 3, 2024