Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ব্রোঞ্জ পদক জয়ের জন্য জুডোকা কপিল পারমার’কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ০৫ সেপ্টেম্বর, ২০২৪ 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের ৬০ কেজি জে-১ বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য আজ কপিল পারমার’কে অভিনন্দন জানিয়েছেন।
শ্রী মোদী বলেছেন, তাঁর এই সাফল্য স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “ক্রীড়া ক্ষেত্রে এক স্মরণীয় প্রদর্শন এবং একটি বিশেষ পদক!
কপিল পারমার’কে অভিনন্দন। প্যারালিম্পিক্সে জুডো’তে তিনিই প্রথম ভারতীয় পদক জয়ী। #Paralympics2024  এ পুরুষদের ৬০ কেজি জে-১ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন তিনি! ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করি।
#Cheer4Bharat”

PG/AC/SB