Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চল ২.০-এর রূপায়ণে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার


নতুন দিল্লি, ৯ আগস্ট ২০২৪

 

প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চল (পিএমএওয়াই-ইউ) ২.০-এর প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ এখানে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শহরাঞ্চলের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য বাসস্থান নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এর ফলে উপকৃত হবেন প্রায় ১ কোটি মানুষ। আর্থিক সহায়তাদানের মাধ্যমে এই কর্মসূচিটি রূপায়িত হবে। এজন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ২.৩০ লক্ষ কোটি টাকা। 

সকলরকম জল-হাওয়ার উপযোগী পাকা বাড়ি তৈরির জন্য শহরাঞ্চলের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলি এই সহায়তার সুযোগ পাবেন। এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চল-এর আওতায় নির্মিত হয়েছে ৮৫ লক্ষ ৫০ হাজার পাকা বাসস্থান। এর আওতায় অনুমোদন দেওয়া হয় ১ কোটি ১৮ লক্ষ বাড়ি নির্মাণে।

গত বছর লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে খেটেখাওয়া মানুষ এবং মধ্যবিত্ত পরিবারগুলির জন্য আগামী বছরগুলিতে এই ধরনের একটি নতুন কর্মসূচি রূপায়ণে সরকার হাত দেবে। এছাড়াও এবছর গত ১০ জুন অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৩ কোটি অতিরিক্ত গৃহস্থ পরিবারের বাসস্থান নির্মাণকল্পে সহায়তা দানের প্রতিশ্রুতি দেওয়া হয়। বর্তমানে ১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগে প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চল ২.০-কে বাস্তবায়িত করতে সরকারের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চল ২.০ কর্মসূচিটির প্রধান বৈশিষ্ট্যটি হল – 

সরকারি সহায়তায় এটি হয়ে উঠবে সুফলভোগী দ্বারা নির্মিত এক বাসস্থান প্রকল্প। 

এই কর্মসূচির সুযোগ গ্রহণ করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সুলভ বাসস্থান নীতি রচনার পরামর্শও দেওয়া হয়েছে। 

‘সকলের জন্য বাসস্থান’ – এই লক্ষ্যকে সামনে রেখে সরকার দেশের শহরাঞ্চলের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য এই কর্মসূচি রূপায়ণে সচেষ্ট রয়েছে। 

 

PG/SKD/AS