Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বৈদ্যুতিন পণ্য রপ্তানীর প্রশ্নে ভারতের অগ্রগতিতে খুশি প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৫ অগাস্ট, ২০২৪

 

বৈদ্যুতিন পণ্য রপ্তানীর প্রশ্নে ভারতের অগ্রগতিতে খুশি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক্ষেত্রে ভারত বিশ্বের প্রথম তিনটি দেশের মধ্যে এসে গেছে। উদ্ভাবনের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ভারতের যুবশক্তি এই সাফল্যের দাবিদার বলে শ্রী মোদী মনে করেন। তিনি আরও বলেন, আগামীদিনেও অগ্রগতির এই ধারা বজায় রাখতে ভারত দায়বদ্ধ।

কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এক্স পোস্টে জানান যে, বৈদ্যুতিন পণ্য রপ্তানীর ক্ষেত্রে ভারত এখন বিশ্বের প্রথম তিনটি দেশের মধ্যে এসে গেছে। এদেশ থেকে অ্যাপল আইফোন রপ্তানীর পরিমাণ রত্ন ও অলঙ্কার খাতকেও ছাপিয়ে গেছে এবং এই বিপুল প্রসারের সুবাদে ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের হিসাব অনুযায়ী বৈদ্যুতিন পণ্য রপ্তানীর প্রশ্নে ভারত প্রথম ১০টি দেশের তালিকায় এসেছে ৩ নম্বরে। 

এর প্রতিক্রিয়ায় শ্রী মোদী বলেন ;

“বিষয়টি সত্যিই খুব আনন্দের। বৈদ্যুতিন ক্ষেত্রে ভারতের সক্ষমতার মূল স্তম্ভ দেশের উদ্ভাবনশীল যুবশক্তি। @makeinindia কর্মসূচি এবং সংস্কারের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকারকেও বিষয়টি মান্যতা দেয়।

আগামীদিনেও অগ্রগতির এই ধারা বজায় রাখতে ভারত দায়বদ্ধ।”

PG/AC/NS….