Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেরালার ওয়েনাড়ে ধসে মৃতদের প্রতি শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ৩০ জুলাই, ২০২৪

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেরালার ওয়েনাড়ে ধসে মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। কেরালার মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়নের সঙ্গেও কথা বলেছেন তিনি এবং পরিস্থিতির মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন শ্রী মোদী। 

পিএমএনআরএফ থেকে মৃতদের নিকট আত্মীয়দের এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। 

এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন: 

“ওয়েনাড়ের কিছু অংশে ধসের ঘটনায় বেদনা অনুভব করছি। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, আমি তাঁদের পাশে আছি এবং আহতদের দ্রুত  সুস্থতা কামনা করছি। দুর্গত এলাকায় উদ্ধার অভিযান চলছে। কেরালার মুখ্যমন্ত্রী শ্রী @pinarayivijayan-এর সঙ্গে কথা বলেছি এবং বর্তমান পরিস্থিতির মোকাবিলায় সব ধরনের কেন্দ্রীয় সাহায্যেরও আশ্বাস দিয়েছি।”

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স পোস্টে জানানো হয়েছে: 

“ওয়েনাড়ের কিছু অংশে ধসে মৃতদের নিকট আত্মীয়দের এককালীন ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।”

 

PG/ MP /AG