Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

লোকমান্য তিলকের জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লোকমান্য তিলকের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। গত বছর পুণেতে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর দেওয়া ভাষণও ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়েছিল। 

এক্স পোস্টে এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন:

 “লোকমান্য তিলকের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য। ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। তিনি ছিলেন একজন দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিত্ব, যিনি জাতীয়তাবাদের চেতনা প্রজ্জ্বলিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। সেইসঙ্গে, শিক্ষা ও সেবার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। পুণেতে গত বছরের অনুষ্ঠানে আমার বক্তব্য ভাগ করে নিচ্ছি, যেখানে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার গ্রহণ করে আমি সম্মানিত হয়েছিলাম।”

PG/MP/SB