নয়াদিল্লি, ১৯ জুন, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বারাণসীর লালবাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরের পুনরুন্নয়নে বিমানবন্দর কর্তৃপক্ষের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ঐ বিমানবন্দরে নতুন টার্মিনাল সহ বেশ কিছু পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজ হবে।
এই প্রকল্পে খরচ ধরা হয়েছে ২,৮৬৯.৬৫ কোটি টাকা। এর ফলে, ঐ বিমানবন্দর দিয়ে প্রতি বছর ৯৯ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। বর্তমানে বার্ষিক যাত্রী সংখ্যা ৩৯ লক্ষ। নতুন টার্মিনাল ভবনে বারাণসীর সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশেষভাবে তুলে ধরা হবে।
প্রস্তাব অনুযায়ী, রানওয়ের সম্প্রসারণ করা হবে এবং ২০টি বিমান রাখার উপযোগী নতুন একটি পরিসর গড়ে তোলা হবে। প্রকল্পের কাজ হবে পরিবেশ-বান্ধব পদ্ধতিতে।
PG/AC/SB
हमारी सरकार देशभर में कनेक्टिविटी के विस्तार के लिए प्रतिबद्ध है। इसी दिशा में हमने वाराणसी के अंतर्राष्ट्रीय हवाई अड्डे के विकास को मंजूरी दी है। इससे यहां के लोगों का जीवन आसान होगा, साथ ही काशी आने वाले तीर्थयात्रियों को भी बहुत सुविधा होगी।https://t.co/kDi0RUCLok
— Narendra Modi (@narendramodi) June 19, 2024