Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শ্রী আয়া ভাইকুণ্ডা স্বামীকালকে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম জানিয়েছেন প্রধানমন্ত্রী


 নতুন দিল্লি ৩-রা মার্চ

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী আয়া ভাইকুণ্ডা স্বামীকালকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন;
“আমি শ্রী আয়া ভাইকুণ্ডা স্বামীকালকে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম জানাই। দরিদ্রতমের মধ্যে দরিদ্র যেখানে ক্ষমতাপ্রাপ্ত এমনই একটি সহমর্মী এবং সম্প্রীতির সমাজ গঠনে তাঁর অগণিত প্রয়াসের জন্য আমরা সকলে গর্বিত।মানবতার জন্য তাঁর আদর্শ পূরণ করতে আমাদের দায়বদ্ধতা আমরা পুনরায় ব্যক্ত করছি”।

AC/AP/CS