Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রিসভা “মহিলাদের সুরক্ষার জন্য”একছাতা প্রকল্প রূপায়ণের প্রস্তাব অনুমোদন করেছে


নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা মহিলাদের সুরক্ষার জন্য ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত সময়কালের জন্য মোট ১,১৭৯.৭২ কোটি টাকা ব্যয়ে একছাতা প্রকল্প রূপায়ণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাব অনুমোদন করেছে। 

১১৭৯.৭২ কোটি টাকার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক ৮৮৫.৪৯ কোটি টাকা দেবে। বাকি ২৯৪.২৩ কোটি টাকা দেওয়া হবে নির্ভয়া তহবিল থেকে। 

দেশে মহিলাদের সুরক্ষা বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। এর মধ্যে রয়েছে যথা সময়ে অভিযোগের নিষ্পত্তি, আক্রান্তদের যথাযথ প্রাতিষ্ঠানিক সহায়তা, আইনের বিচার এবং কড়া আইন ব্যবস্থা। মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ ভারতীয় দন্ডবিধির ফৌজদারি মামলার আওতায় নিষ্পত্তি করা হয়। 

মহিলাদের সুরক্ষার জন্য ভারত সরকার বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের সঙ্গে একযোগে বিভিন্ন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলির লক্ষ্য হল যথাযথ সময়ে মামলার তদন্ত করা এবং অপরাধ দমনে সাহায্য করা। 

মহিলাদের জন্য সুরক্ষায় একছাতা প্রকল্পের আওতায় ভারত সরকার নিম্নলিখিত প্রকল্পগুলি চালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে :
১. জরুরীকালীন সহায়তা ব্যবস্থা;
২. কেন্দ্রীয় ফরেন্সিক বিজ্ঞান ল্যাবরেটরির মানোন্নয়ন;
৩. ডিএনএ নিরূপন ব্যবস্থাপনা মজবুত করা, রাজ্যের ফরেন্সিক ল্যাবরেটরিতে সাইবার ব্যবস্থাপনা বৃদ্ধি;
৪. মহিলা ও শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ প্রতিরোধ;
৫. তদন্তকারীদের ও মহিলা এবং শিশুদের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা যারা লড়ছেন তাদের ক্ষমতা বৃদ্ধি;
৬. মহিলাদের জন্য হেল্প ডেস্ক এবং মানব পাচার প্রতিরোধ শাখা।

PG/PM/AS