নতুন দিল্লি, ৩০ জানুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গান্ধী স্মৃতি স্মারকে মহাত্মা গান্ধীর স্মরণে আয়োজিত এক প্রার্থনাসভায় যোগ দেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :
“আজ সন্ধ্যায় প্রার্থনা সভায় যোগ দিয়েছি। দেশের জন্য মহাত্মা গান্ধী যে স্বপ্ন দেখেছিলেন তার বাস্তবায়নে আমরা কাজ করে যাব।”
PG/AC/SKD
Attended a prayer meeting earlier this evening. We will always work towards realising Mahatma Gandhi's dream for our nation. pic.twitter.com/jiiZ2hZnGh
— Narendra Modi (@narendramodi) January 30, 2024