নয়াদিল্লি, ২৪ জানুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ক্ষেত্রে কয়লা/লিগনাইট গ্যাসীয়করণ উন্নয়ন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। ৮৫০০ কোটি টাকার কয়লার গ্যাসীয়করণ প্রকল্পে তিনটি শ্রেণীতে অনুদান দেওয়া হবে। এর মধ্যে ৪০৫০ কোটি টাকার রাষ্ট্রায়ত্ত তিনটি প্রকল্পে ১৩৫০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। দ্বিতীয় ক্ষেত্রে, ৩৮৫০ কোটি টাকার বেসরকারি ও সরকারি রাষ্ট্রায়ত্ত প্রকল্পে ১০০০ কোটি টাকা অনুদান দেওয়া হবে। অন্যদিকে, গ্যাসীয়করণের ৬০০ কোটি টাকার ক্ষুদ্র প্রকল্পে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হবে। দুটি কিস্তিতে এই অনুদান দেওয়া হবে।
PG/MP/NS
Today’s Cabinet decisions relating to the coal sector will strengthen our resolve towards Aatmanirbharta. https://t.co/zjcR0xBxWShttps://t.co/jhIY5zLJ89 https://t.co/8ARTZH8bUO
— Narendra Modi (@narendramodi) January 24, 2024