Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মহাযোগী ভেমানার জন্ম জয়ন্তীতে গভীর শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি, ১৯ জানুয়ারি, ২০২৪

 

ভেমানা জয়ন্তী উপলক্ষে মহাযোগী ভেমানার উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন:

“আজ ভেমানা জয়ন্তীর এই দিনটিতে মহাযোগী ভেমানার সময়োত্তীর্ণ জ্ঞান ও প্রজ্ঞার কথা আমরা স্মরণ করি। তাঁর কাব্যচর্চা এবং সুগভীর শিক্ষাদর্শ আমাদের আজও আলোকিত ও অনুপ্রাণিত করে। একই সঙ্গে তা আমাদের সততার সঙ্গে সরল জীবনযাপনে অনুপ্রাণিত করে এবং অন্তরকে পরিচালিত করে শান্তির পথে। তাঁর গভীর অন্তর্দৃষ্টি প্রসারিত বিশ্বব্যাপী। পৃথিবীকে এক উন্নততর গ্রহে রূপান্তরিত করার লক্ষ্যে তাঁর শিক্ষাদর্শ আমাদের পথ দেখিয়ে নিয়ে যায়।”

PG/SKD/AS