নয়াদিল্লি, ১৯ জানুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সুরিনাম এবং ত্রিনিদাদ ও টোবাগো-র ভজন সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই ভজনগুলিতে রামায়ণের চিরন্তন বার্তা রয়েছে।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেছেন:
“রামায়ণের বার্তা বিশ্বজুড়ে সবাইকে অনুপ্রাণিত করে। সুরিনাম এবং ত্রিনিদাদ ও টোবাগো-র কয়েকটি ভজন আপনাদের শোনার জন্য এখানে দিলাম। শতাব্দীর পর শতাব্দী চলে গেছে, সমুদ্র আমাদের বিচ্ছিন্ন করেছে, কিন্তু বিশ্বের বহু জায়গায় আমাদের ঐতিহ্যের স্পন্দন এখনও অত্যন্ত জোরালো।
#ShriRamBhajan”
PG/SD/NS…
The Ramayan's message has inspired people all across the world. Here are some Bhajans from Suriname and, Trinidad and Tobago:https://t.co/1yUFhKcFJKhttps://t.co/cRh8JwPnaDhttps://t.co/N13M3AETeJhttps://t.co/2ve6cvL5Zshttps://t.co/HaGGpgmNUc
— Narendra Modi (@narendramodi) January 19, 2024
Centuries may pass, oceans…