Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ওসমান মীরের ভক্তিমূলক ভজন “শ্রীরামজি পাধারে” সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১০ জানুয়ারি, ২০২৪ 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওসমান মীরের ভক্তিমূলক ভজন “শ্রীরামজি পাধারে” সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। গানটি লিখেছেন ওম দাভে এবং গৌরাঙ্গ পালা। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, “অযোধ্যায় শ্রীরামজির স্বাগত অনুষ্ঠানকে ঘিরে সকলে উচ্ছ্বসিত। ওসমান মীরের এই মধুর রাম ভজন শুনে আপনার মনে ঈশ্বরের অনুভূতির উদ্রেক হবে। #ShriRamBhajan.”

PG/MP/SB