Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রিসভা পৃথ্বী বিজ্ঞান মন্ত্রকের সর্বাত্মক প্রকল্প “পৃথ্বী বিজ্ঞান (পৃথ্বী)” অনুমোদন করেছে


নতুন দিল্লি, ৫ জানুয়ারী, ২০২৪

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা পৃথ্বী বিজ্ঞান মন্ত্রকের সর্বাত্মক প্রকল্প “পৃথ্বী বিজ্ঞান (পৃথ্বী)” অনুমোদন করেছে। 
৪৭৯৭ কোটি টাকা মূল্যের এই প্রকল্প ২০২১-২৬ সময়কালের মধ্যে রূপায়ণ করা হবে। পাঁচটি চলতি উপ প্রকল্পও এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। এগুলি হল যথাক্রমে 
পরিবেশ ও জলবায়ু গবেষণা- মডেলিং পর্যবেক্ষণ পদ্ধতি এবং পরিষেবা (এসিআরওএসএস)
 সমুদ্র পরিষেবা, মডেলিং প্রয়োগ, সম্পদ এবং প্রযুক্তি(ও-এসএমএআরটি)
 মেরু বিজ্ঞান ও ক্রায়োস্ফিয়ার গবেষণা(পিএসিইআর)
 ভূ-কম্পন বিদ্যা ও ভূ-বিজ্ঞান(এসএজিই)
 গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ এবং প্রচার (আরইএসিএইচওইউটি)

সর্বাত্মক এই পৃথ্বী প্রকল্পের মূল উদ্দেশ্যগুলি হল পরিবেশ, সমুদ্র, ক্রায়োস্ফিয়ার, ভূ-মন্ডল ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ বাড়ানো এবং কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হলে তা চিহ্নিত করা। আবহাওয়ার আগাম গতিবিধি নির্ণয়, জলবায়ুগত কোনো বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিলে সেব্যাপারে অগ্রিম ব্যবস্থা গ্রহণ এছাড়াও মেরু অঞ্চলের সম্পদ নির্ণয় ও নতুন কোনো ঘটনা ঘটলে তার সূত্র নির্ণয় করা। 

অন্যান্য বিষয়ের পাশাপাশি সাধারণ মানুষকে সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক জলবায়ুগত বিষয় সম্পর্কে আগাম সচেতন করা-ই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। 

PG/AB /SG