নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ ডিসেম্বর, ২০২৩ নতুন দিল্লির ভারত মণ্ডপম-এ সকাল ১০-৩০ মিনিটে ‘বীর বাল দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষে দিল্লিতে তরুণদের এক কুচকাওয়াজেরও আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।
এই দিনটি উপলক্ষে সাহিবজাদাদের দৃষ্টান্তমূলক সাহসিকতা সম্পর্কে সাধারণ মানুষকে, বিশেষ করে নাবালকদের অবগত করে তুলতে সরকার দেশজুড়ে অংশগ্রহণমূলক অনুষ্ঠানের আয়োজন করছে। সাহিবজাদাদের আত্মত্যাগ এবং তাঁদের জীবনচিত্র নিয়ে একটি ডিজিটাল প্রদর্শনী সারা দেশে বিদ্যালয় স্তরে প্রদর্শিত হবে। ‘বীর বাল দিবস’-এর ওপর একটি চলচ্চিত্রও দেশজুড়ে প্রদর্শিত হবে। এছাড়াও, MYBharat এবং MyGov পোর্টাল মারফৎ আয়োজিত অনলাইন ক্যুইজ প্রতিযোগিতার মতো নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
৯ জানুয়ারি, ২০২২ শ্রীগুরু গোবিন্দ সিং-জির ‘প্রকাশ পূরব’-এ প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, শ্রীগুরু গোবিন্দ সিং-জির পুত্র সাহিবজাদা বাবা জোরাওয়ার সিং-জি এবং বাবা ফতেহ সিং-জির আত্মত্যাগকে স্মরণ করতে ২৬ ডিসেম্বর দিনটি ‘বীর বাল দিবস’ হিসেবে পালন করা হবে।
PG/AB/DM