নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাট বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। তিনি নতুন টার্মিনাল ভবনটি ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেন, “সুরাটে এক নতুন সুসংহত টার্মিনাল ভবনটি শহরের পরিকাঠামো উন্নয়নে এক উল্লেখযোগ্য প্রতীক। এই বিমানবন্দরের অত্যাধুনিক সুবিধা কেবলমাত্র যাত্রাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে তা নয়, অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন এবং আকাশপথে যোগাযোগ বৃদ্ধিতেও সহায়ক হবে”।
গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভুপেন্দ্র প্যাটেল সহ অন্যরা (প্রধানমন্ত্রীর সঙ্গে) উপস্থিত ছিলেন।
প্রেক্ষাপট: নতুন এই টার্মিনাল ভবনটি ব্যস্ত সময়ে ১ হাজার ২০০ জন ঘরোয়া যাত্রী ও ৬০০ জন আন্তর্জাতিক যাত্রী পরিবহণে সক্ষম। পরবর্তীতে এই যাত্রী পরিবহণ ক্ষমতা বাড়িয়ে ৩ হাজার করা হবে। প্রতি বছর এই বিমানবন্দরে কম-বেশি ৭৫ লক্ষ যাত্রী পরিবহণ করতে পারবেন। নতুন এই টার্মিনাল ভবনটি সুরাটের প্রবেশপথ। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখেই টার্মিনাল ভবনটিকে সাজানো হয়েছে। এখানে আসা মানুষ এই অন্দরসজ্জার মাধ্যমে সুরাটের সংস্কৃতিকে উপলব্ধি করতে পারবেন। এছাড়াও, এই বিমানবন্দরে শক্তি সংরক্ষণের ব্যবস্থা, বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা, সৌরবিদ্যুৎ প্রকল্প, জল শোধনাগার, বৃষ্টির জলের সাহায্যে সেচ ব্যবস্থার মতো আধুনিক সুবিধা রয়েছে।
PG/PM/SB
The new integrated terminal building in Surat marks a significant leap in the city's infrastructure development. This state-of-the-art facility will not only enhance the travel experience but also boost economic growth, tourism and connectivity. pic.twitter.com/3TjFz8BM7w
— Narendra Modi (@narendramodi) December 17, 2023