Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ওমানের সুলতানের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

ওমানের সুলতানের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর,২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

বাণিজ্য, সংস্কৃতি, প্রতিরক্ষা, উদ্ভাবন এবং আরও অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা মজবুত করার ব্যাপারেও তাঁদের মধ্যে আলোচনা হয়।

এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :

“ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক পুরোপুরি পর্যালোচনার পাশাপাশি, বাণিজ্য, সংস্কৃতি, প্রতিরক্ষা, উদ্ভাবন এবং আরও অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা মজবুত করার ব্যাপারেও আমরা আলোচনা করেছি।” 

PG/MP/DM