Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ডিজিটাল সমাধান সম্ভব করে তুলতে ভারত – তানজানিয়া মউ স্বাক্ষরের বিষয়টি পর্যালোচিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে


নতুন দিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২৩

এবছর ৯ অক্টোবর তারিখে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে তানজানিয়া সাধারণতন্ত্রের তথ্য, যোগাযাগ ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত পারস্পরিক সহযোগিতা বিষয়ে যে মউটি স্বাক্ষরিত হয়েছিল, সে সম্পর্কে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অবহিত করা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বয়ং। 

প্রসঙ্গত উল্লেখ্য, জনসংখ্যা সম্পর্কিত বিষয়ে ডিজিটাল রূপান্তর প্রচেষ্টাকে সফল করে তোলাই এই মউ স্বাক্ষরের লক্ষ্য। কারণ, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এসম্পর্কিত উদ্ভূত সমস্যাগুলির সমাধানে স্বাক্ষরিত মউটি বিশেষ পথ দেখাবে বলে মনে করা হয়। 

সুতরাং মউ স্বাক্ষরের মূল্য উদ্দেশ্য ছিল দুদেশের মধ্যে নিবিড়তর সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ভিত্তিতে ডিজিটাল প্রযুক্তিগত সমস্যার সমাধান। বিশেষত ডিজিটাল রূপান্তর প্রচেষ্টার ক্ষেত্রে এই সহযোগিতা দুদেশের প্রভূত উপকারে আসবে বলে মউটিতে বলা হয়। 

মউ চুক্তি স্বাক্ষরকালে আরও বলা হয় যে এই প্রচেষ্টা সফল হলে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই)-এর ক্ষেত্রে জি২জি এবং বি২বি দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রচেষ্টার সফল বাস্তবায়নে দুটি দেশই প্রশাসনিক দিক থেকে আর্থিক সহায়তার যোগান দেবে। 

মউ-এর আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল, দু-দেশের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কর্মসংস্থানের অধিকতর সুযোগ সৃষ্টি। 

PG/SKD/AS