নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পোল্যান্ডের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত ডোনাল্ড টাস্ক-কে অভিনন্দন জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “মাননীয় ডোনাল্ড টাস্ক, পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্তির জন্য আপনাকে অভিনন্দন।
ভারত ও পোল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর করে তুলতে আমি আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী”।
PG/AC/SB
Congratulations, Excellency @donaldtusk on your appointment as Prime Minister of Poland.
— Narendra Modi (@narendramodi) December 14, 2023
I look forward to working together to further deepen the longstanding and friendly relations between India and Poland.