নয়াদিল্লি, ১১ ডিসেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশগ্রহণকারী অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স বার্তায় যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর দিল্লিতে প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমস আয়োজনের বিষয়ে জানান। এই পোস্টের জবাবে প্রধানমন্ত্রী তাঁর এক্স বার্তায় বলেন ;
“প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমস আয়োজিত হতে চলেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলিটদের আমার শুভেচ্ছা জানাই। ক্ষমতায়ন ও সুসংহত উন্নয়নের লক্ষ্যে এ এক ঐতিহাসিক পদক্ষেপ!”
PG/PM /SG
As the First Khelo India Para Games begin, my best wishes to all those athletes who are taking part. It is a monumental step towards inclusion and empowerment! https://t.co/l0kvfhT8Xd
— Narendra Modi (@narendramodi) December 11, 2023