নতুন দিল্লি, ১৫ নভেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবসে সে রাজ্যের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন তিনি।
শ্রী মোদী বলেছেন, ঝাড়খণ্ড খনিজ সম্পদ এবং আদিবাসীদের সাহসিকতা ও আত্মমর্যাদাবোধের জন্য সুপরিচিত। দেশের উন্নয়নে ঝাড়খণ্ডের মানুষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“ঝাড়খণ্ড খনিজ সম্পদ এবং আদিবাসীদের সাহসিকতা ও আত্মমর্যাদাবোধের জন্য সুপরিচিত। দেশের উন্নয়নে ঝাড়খণ্ডের মানুষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রাজ্যটির প্রতিষ্ঠা দিবসে আমি তাঁদের শুভেচ্ছা জানাই এবং এই প্রদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
PG/AC/SKD
झारखंड अपनी खनिज संपदाओं के साथ-साथ जनजातीय समाज के साहस, शौर्य और स्वाभिमान के लिए सुविख्यात रहा है। यहां के मेरे परिवारजनों ने देश की उन्नति में अपना अहम योगदान दिया है। राज्य के स्थापना दिवस पर मैं उन्हें अपनी शुभकामनाएं देता हूं, साथ ही प्रदेश के उज्ज्वल भविष्य की कामना करता…
— Narendra Modi (@narendramodi) November 15, 2023