নয়াদিল্লি, ১৪ নভেম্বর, ২০২৩
সেতারের প্রতি তাঁর আবেগের জন্য সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী লরেন্স ওয়াং-কে সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
ওয়াং-এর এক্স বার্তার উত্তরে শ্রী মোদী তাঁর পোস্টে বলেছেন :
“সেতারের প্রতি আপনার আগ্রহ ও আবেগ বাড়তে থাকুক এবং তা অন্যদেরও প্রেরণা যোগাক। এই সুরেলা সফরের জন্য আন্তরিক শুভেচ্ছা। ভারতের সাংগীতিক ইতিহাস বৈচিত্র্যের এক সুরধুনি, হাজার বছর ধরে অনুরণিত এর সুরমূর্চ্ছনা।”
PG/SD/NS…
May your passion for the Sitar continue to grow and inspire others. Best wishes on this melodious endeavour. India's musical history is a symphony of diversity, echoing through rhythms that have evolved over millennia. @LawrenceWongST https://t.co/fewFAquSZL
— Narendra Modi (@narendramodi) November 14, 2023