Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতের সাংগীতিক ইতিহাস বৈচিত্র্যের এক সুরধুনি, হাজার বছর ধরে অনুরণিত এর সুরমূর্চ্ছনা : প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৪  নভেম্বর, ২০২৩

 

সেতারের প্রতি তাঁর আবেগের জন্য সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী লরেন্স ওয়াং-কে সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

ওয়াং-এর এক্স বার্তার উত্তরে শ্রী মোদী তাঁর পোস্টে বলেছেন :

“সেতারের প্রতি আপনার আগ্রহ ও আবেগ বাড়তে থাকুক এবং তা অন্যদেরও প্রেরণা যোগাক। এই সুরেলা সফরের জন্য আন্তরিক শুভেচ্ছা। ভারতের সাংগীতিক ইতিহাস বৈচিত্র্যের এক সুরধুনি, হাজার বছর ধরে অনুরণিত এর সুরমূর্চ্ছনা।” 

    

PG/SD/NS…