নয়াদিল্লি, ১২ নভেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“ক্রিকেট দলের সৌজন্যে দীপাবলী হয়ে উঠল আরও আনন্দঘন!
নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন। দক্ষতা এবং দলগত প্রয়াসের অনবদ্য প্রদর্শন।
সেমিফাইনালের জন্য শুভেচ্ছা! ভারত আনন্দিত।”
PG/AC/SG
Diwali becomes even more special thanks to our cricket team!
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
Congratulations to Team India on their fantastic victory against the Netherlands! Such an impressive display of skill and teamwork.
Best wishes for the Semis! India is elated.