নতুন দিল্লি, ২৬ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চীনের হাংঝাউতে এশিয়ান প্যারা গেমস ২০২২-এ ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস এসএইচ৬ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ের জন্য নিত্য শ্রী সিভনকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:
“ এশিয়ান প্যারা ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস এসএইচ৬ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ের জন্য প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় নিত্য শ্রী সিভনকে অভিনন্দন।
তাঁর অদম্য মনোবল এবং ব্যাতিক্রমী দক্ষতা আমাদের সকলের জন্য এক প্রেরণা।”
PG/AP/AS/
Congratulations to Para Shuttler @07nithyasre on winning the Bronze Medal in Para Badminton Women's Singles SH6 event.
— Narendra Modi (@narendramodi) October 26, 2023
Her unwavering determination and exceptional skill are an inspiration to us all. pic.twitter.com/IF6TV5Bv6A