নয়াদিল্লি, ২৫ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল মহারাষ্ট্র ও গোয়া সফর করবেন।
দুপুর ১টা নাগাদ প্রধানমন্ত্রী আহমেদনগর জেলার শিরডির শ্রীসাঁইবাবা সমাধি মন্দির দর্শন করে সেখানে পুজো দেবেন। মন্দিরের নতুন দর্শন কমপ্লেক্সের উদ্বোধন করবেন তিনি। দুপুর ২টো নাগাদ প্রধানমন্ত্রী নীলওয়ান্ডে বাঁধে জল পুজো করে সেখানকার ক্যানেল নেটওয়ার্ক জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ শিরডি-তে এক জনসমাবেশে প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী গোয়ায় পৌঁছবেন। সেখানে ৩৭তম জাতীয় গেমস্ – এর উদ্বোধন করবেন তিনি।
মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী: শিরডি-তে নতুন দর্শন কমপ্লেক্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এখানে দর্শনার্থীদের জন্য অপেক্ষা করার আরামদায়ক পরিসর এবং একটি অত্যাধুনিক ভবন গড়ে তোলা হয়েছে। এখানকার প্রশস্ত প্রতীক্ষালয়গুলিতে ১০ হাজারেরও বেশি মানুষের বসার ব্যবস্থা রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত এই প্রাঙ্গণে রয়েছে – জিনিসপত্র রাখার জায়গা, শৌচাগার, বুকিং কাউন্টার, প্রসাদ সংগ্রহের কাউন্টার, তথ্য কেন্দ্র প্রভৃতি। ২০১৮ সালের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
প্রধানমন্ত্রী নীলওয়ান্ডে বাঁধের বাম দিকের ক্যানেল নেটওয়ার্ক জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এর সুবাদে নলবাহিত জল পৌঁছবে ৭টি তহশিলের (৬টি আহমেদনগর জেলায় এবং ১টি নাসিক জেলায়) ১৮২ট গ্রামে। ১৯৭০ সালে প্রথম নীলওয়ান্ডে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ৫ হাজার ১৭৭ কোটি টাকা ব্যয়ে এটি গড়ে তোলা হয়েছে।
প্রধানমন্ত্রী আগামীকাল নমো শেতকারি মহাসম্মান নিধি যোজনার সূচনা করবেন। মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ৮৬ লক্ষেরও বেশি উপভোক্তা এর থেকে উপকৃত হবেন। প্রতি বছর তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৬ হাজার টাকা করে।
প্রধানমন্ত্রী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে – আহমেদনগর সিভিল হাসপাতাল চত্বরে আয়ুষ হাসপাতালের উদ্বোধন, কুর্দুওয়াড়ি – লাতুর রোড রেল শাখার বৈদ্যুতিকীকরণ (১৮৬ কিলোমিটার), জলগাঁও ও ভুসাভালের মধ্যে সংযোগসাধনকারী (২৪.৪৬ কিলোমিটার) তৃতীয় ও চতুর্থ রেললাইন, জাতীয় মহাসড়ক ১৬৬’র সাঙ্গলি থেকে বরাগাঁও পর্যন্ত শাখার চার লেনে সম্প্রসারণ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মনমাড টার্মিনালের অতিরিক্ত সুযোগ-সুবিধা প্রভৃতি।
প্রধানমন্ত্রী আহমেদনগর সিভিল হাসপাতালে প্রসব ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত শাখার শিলান্যাস করবেন।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড এবং স্বামিত্ব কার্ড বিতরণ করবেন।
গোয়ায় প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রীড়া সংস্কৃতি আমূল বদলে গেছে। ধারাবাহিক সরকারি পৃষ্ঠপোষকতায় ক্রীড়াবিদরা আন্তর্জাতিক স্তরে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। দেশের ক্রীড়া প্রতিভাকে চিহ্নিত করা এবং খেলাধূলার জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে জাতীয় গেমস্ – এর আয়োজন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আগামীকাল গোয়ায় মারগাঁও-তে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৩৭তম জাতীয় গেমস্ – এর উদ্বোধন করবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সামনে বক্তব্য রাখবেন তিনি।
এই প্রথম গোয়াতে জাতীয় গেমস্ – এর আসর বসছে। ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত গেমস্ চলবে। ২৮টি জায়গায় ৪৩টি বিভাগে এই প্রতিযোগিতায় যোগ দেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০ হাজারেরও বেশি ক্রীড়াবিদ।
PG/SD/SB