নতুন দিল্লি, ১৬ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭ অক্টোবর ২০২৩ বেলা সাড়ে ১০টা নাগাদ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে তৃতীয় গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট (জিএমআইএস)-এর উদ্বোধন করবেন। এই সম্মেলন অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের এমএমআরডিএ ময়দানে ১৭ থেকে ১৯ অক্টোবর।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতের সামুদ্রিক নীল অর্থনীতির জন্য ‘অমৃতকাল ভিশন ২০৪৭’ নামে দীর্ঘ মেয়াদী নীল নক্সার উন্মোচন করবেন। বন্দরের সুযোগ সুবিধা বৃদ্ধি, দীর্ঘ মেয়াদী ব্যবস্থার প্রসার এবং আন্তর্জাতিক সহযোগিতার লক্ষ্যে কৌশলগত উদ্যোগের কথা আছে এই নীল নক্সায়। এই ভবিষ্যৎ পরিকল্পনার অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী ভারতীয় সামুদ্রিক নীল অর্থনীতির জন্য ‘অমৃতকাল ভিশন ২০৪৭’-এর সঙ্গে সঙ্গতি রেখে ২৩ হাজার কোটি টাকার বেশি মূল্যের প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ ও শিলান্যাস করবেন।
প্রধানমন্ত্রী সবরকম মরশুমের উপযুক্ত টুনা টেকরা ডিপ ড্রাফট টার্মিনালের শিলান্যাস করবেন। এটি ৪ হাজার ৫০০ কোটি টাকার বেশি মূল্যে তৈরি হবে গুজরাটে দীনদয়াল পোর্ট অথরিটিতে। এই অত্যাধুনিক গ্রীন ফিল্ড টার্মিনালটি তৈরি হবে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে। আন্তর্জাতিক বাণিজ্য হাব হিসেবে গড়ে উঠবে এই টার্মিনাল। এখানে ১৮ হাজার টোয়েন্টি ফুট ইক্যুইভ্যালেন্ট ইউনিট (টিইইউ)-এর বেশি অত্যাধুনিক জাহাজে মাল ওঠা নামা করা হবে এবং এটি ইন্ডিয়া-মিডলইস্ট-ইউরোপ ইকনমিক করিডোর (আইএমইইসি)-এর মাধ্যমে ভারতীয় বাণিজ্যে গেটওয়ে হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সামুদ্রিক ক্ষেত্রের আন্তর্জাতিক এবং জাতীয় অংশীদারিত্বের জন্য ৭ লক্ষ কোটি টাকা বেশি মূল্যের ৩০০-র বেশি সমঝোতাপত্রও উৎসর্গ করবেন।
এই শীর্ষ সম্মেলন দেশের সবচেয়ে বড় জলপথ সংক্রান্ত অনুষ্ঠান। ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়ার (মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য এবং বিমস্টেক অঞ্চল সহ) দেশগুলির মন্ত্রীরা অংশ নেবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সারা বিশ্বের সিইও, বাণিজ্য জগতের শীর্ষকর্তা, লগ্নিকারিরা, আধিকারিকরা এবং সারা বিশ্বের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এছাড়া দেশের একাধিক রাজ্যের মন্ত্রী এবং অন্য বিশিষ্ট জন এই শিখর সম্মেলনে অংশ নেবেন।
তিনদিনের শিখর সম্মেলনে আলোচনা হবে ভবিষ্যতের বন্দর; কার্বন দূরীকরণ; উপকূল অঞ্চলে জাহাজ এবং অভ্যন্তরীণ জল পরিবহন; জাহাজ নির্মাণ; মেরামতি এবং পুনর্নির্মাণ; অর্থ, বিমা এবং সালিশি; সামুদ্রিক গুচ্ছ; উদ্ভাবন ও প্রযুক্তি; সমুদ্র সুরক্ষা ও নিরাপত্তা; এবং সামুদ্রিক পর্যটন সহ বিভিন্ন সমুদ্র সংক্রান্ত বিষয়ে আলোচনা ও মত বিনিময় হবে। দেশের সামুদ্রিক ক্ষেত্রে লগ্নি আকর্ষণ করার জন্য এই শিখর সম্মেলন চমকপ্রদ একটি মঞ্চ হিসেবে কাজ করবে।
প্রথম মেরিটাইম ইন্ডিয়া সামিট অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে মুম্বাইতে। দ্বিতীয় মেরিটাইম সামিট অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালে ভার্চ্যুয়াল মাধ্যমে।
PG/ AP /SKD
Looking forward to addressing the Global Maritime India Summit 2023 at 10:30 AM tomorrow, 17th October, via video conferencing.
— Narendra Modi (@narendramodi) October 16, 2023
This is an important forum which will
bring together stakeholders from around the world to discuss crucial issues and chart the course for the future… https://t.co/ecfsIR3uXz