নয়াদিল্লি ৫ অক্টোবর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালের কান, নাক ও গলা (ইএনটি) বিভাগে গত ১৮ মাসে পর পর ৫০টি সফল ককলিয়া প্রতিস্থাপনের প্রশংসা করেছেন।
এক্স হ্যান্ডেলে প্রেস ইনফরমেশন ব্যুরোর এক পোস্টের উল্লেখ করে প্রধানমন্ত্রী লিখেছেন:
“ককলিয়া প্রতিস্থাপনে এত বড় সাফল্যের জন্য অভিনন্দন। এই ধরনের নিষ্ঠা ও দক্ষতা বহু মানুষের উজ্জ্বল ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ সুনিশ্চিত করবে। এই সাফল্য চিকিৎসার সঙ্গে যুক্ত পেশাদারদের অঙ্গীকারের প্রমাণ দিচ্ছে।”
PG/MP/CS
Compliments for setting a great benchmark in cochlear implants. Such dedication and expertise ensure a brighter and healthier future for many. This accomplishment also speaks volumes about our medical professionals' commitment. https://t.co/NPdW800vSc
— Narendra Modi (@narendramodi) October 5, 2023