নতুন দিল্লি, ০৩ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যাংঝাউ-তে এশিয়ান গেমসে মহিলাদের জ্যাভেলিনে সোনা জেতায় অন্নু রানী-কে অভিনন্দন জানিয়েছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :
“অ্যাথলেটিক্সে আরও একটি সোনা!
এশিয়ান গেমসে মহিলাদের জ্যাভেলিনে অন্নু রানী-র অসাধারণ ফলের জন্য অত্যন্ত গর্বিত।
এই স্বর্ণপদক ভারতকে গর্বিত করেছে। অন্নু আরও এগিয়ে চলুন এবং আমাদের অনুপ্রেরণা দিতে থাকুন!”
PG/SD/SKD
Another Gold in Athletics!
— Narendra Modi (@narendramodi) October 3, 2023
Extremely proud of @Annu_Javelin for her outstanding performance in the Women's Javelin event at the Asian Games.
This Gold Medal has made India proud. May she keep aiming high and inspiring us all! pic.twitter.com/dOLEDV6Ok3