নয়াদিল্লি, ০২ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমস্ – এ আজ লং জাম্পে রৌপ্য পদক জয় করায় অ্যান্সি সোজান এডাপ্পিল্লি-কে অভিনন্দন জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, “এশিয়ান গেমস্ – এ লং জাম্পে আরও একটি রৌপ্য পদক। অ্যান্সি সোজান এডাপ্পিল্লি-কে তাঁর সাফল্যের জন্য অভিনন্দন জানাই। আগামী দিনের জন্য রইল আমার শুভ কামনা”।
PG/PM/SB
Another Silver in Long Jump at the Asian Games. Congratulations to Ancy Sojan Edappilly for her success. My best wishes for the endeavours ahead. pic.twitter.com/fOmw4SuGZt
— Narendra Modi (@narendramodi) October 2, 2023