Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান গেমস্ – এ লং জাম্পে রৌপ্য পদক জয়ী অ্যান্সি সোজান এডাপ্পিল্লির প্রশংসা করেন প্রধানমন্ত্রীর


 নয়াদিল্লি, ০২ অক্টোবর, ২০২৩ 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমস্ – এ আজ লং জাম্পে রৌপ্য পদক জয় করায় অ্যান্সি সোজান এডাপ্পিল্লি-কে অভিনন্দন জানিয়েছেন। 
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, “এশিয়ান গেমস্ – এ লং জাম্পে আরও একটি রৌপ্য পদক। অ্যান্সি সোজান এডাপ্পিল্লি-কে তাঁর সাফল্যের জন্য অভিনন্দন জানাই। আগামী দিনের জন্য রইল আমার শুভ কামনা”। 

PG/PM/SB