Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

স্বর্ণ পদক জয়ের জন্য ভারতীয় পুরুষ শ্যুটার দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় পুরুষ শ্যুটার দলকে অভিনন্দন জানিয়েছেন। এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ের জন্য তোন্ডাইম্যান পি আর, কাইনান চেনাই এবং জোরাবার সিং সান্ধু-কে অভিনন্দন জানিয়েছেন তিনি। 

এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :

“আমাদের শ্যুটার @tondaimanpr, @kynanchenai এবং জোরাবার সিং সান্ধুর কী বিস্ময়কর সাফল্য! ট্র্যাপ-৫০ শ্যুটার দল ভারতকে যথার্থ মঞ্চে তুলে ধরেছে। স্বর্ণ পদক জয়ের জন্য অভিনন্দন!”

PG/MP/DM