নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
এশিয়ান গেমস-এ পুরুষদের স্কিট শ্যুটিং বিভাগে রৌপ্য পদক জয়ের মতো ঐতিহাসিক ঘটনায় অনন্তজিৎ সিং নারুকাকে অভিনন্দিত করলেন প্রধানমন্ত্রী।
সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“দেশের ক্রীড়াবিদরা এশিয়ান গেমস-এ একের পর এক ইতিহাস রচনা করে চলেছেন!
পুরুষদের শ্যুটিং বিভাগে রৌপ্য পদক জয়ের মতো এক ঐতিহাসিক সাফল্যে আমি অভিনন্দন জানাই অনন্তজিৎ সিং নারুকাকে। এশিয়ান গেমস-এর এই বিভাগে এযাবৎকালের মধ্যে ভারতের এটাই প্রথম পদক জয়।
তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করুক।”
PG/SKD/DM
Our athletes continue to script history at the Asian Games!
— Narendra Modi (@narendramodi) September 27, 2023
Congratulations to Anant Jeet Singh Naruka for winning a historic Silver Medal in the Skeet Men’s Shooting event. This is the first ever medal won by India in this event in any Asian Games.
May this success inspire… pic.twitter.com/rgKEte32rX