Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান গেমস-এ মহিলাদের ২৫এম পিস্তল শ্যুটিং-এ রৌপ্য পদক জয়ী এষা সিং-এর সাফল্যে আনন্দিত প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

 

এশিয়ান গেমস-এ মহিলাদের ২৫এম পিস্তল শ্যুটিং-এ রৌপ্য পদক জয়ী এষা সিং-এর বিশেষ প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“এষা সিং দারুণভাবে রুপোর পদক জিতে নিয়েছেন।

মহিলাদের ২৫এম পিস্তল শ্যুটিং-এ রৌপ্য পদক জয়ী এষা সিং-এর জন্য আমরা গর্বিত। তাঁর অবিশ্বাস্য মেধাশক্তি, কঠোর শ্রম ও নিষ্ঠা আমাদের হৃদয়ে গর্বের সঞ্চার করেছে।

তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টা ও সাফল্যের জন্য শুভকামনা জানাই।”

PG/SKD/DM