নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে তাঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রী মোদী বলেছেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ব্যক্তিত্ব ও কাজ দেশবাসীর কাছে অনুপ্রেরণার উৎস। অন্ত্যোদয়ের প্রবক্তা দীনদয়াল উপাধ্যায় ভারতমাতার সেবার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।
প্রধানমন্ত্রী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সম্পর্কে তাঁর ভাবনা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক্স পোস্টের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতমাতার সেবায় উৎসর্গীকৃত, অন্ত্যোদয়ের প্রবক্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জীর ব্যক্তিত্ব ও কাজ দেশবাসীর কাছে সর্বদাই অনুপ্রেরণাদায়ক। তাঁর জন্ম বার্ষিকীতে আমি তাঁকে প্রণাম জানাই”।
PG/CB/SB
मां भारती की सेवा में जीवनपर्यंत समर्पित रहे अंत्योदय के प्रणेता पंडित दीनदयाल उपाध्याय जी का व्यक्तित्व और कृतित्व देशवासियों के लिए हमेशा प्रेरणास्रोत बना रहेगा। उनकी जन्म-जयंती पर उन्हें मेरा सादर नमन। pic.twitter.com/2UvRlSaEF2
— Narendra Modi (@narendramodi) September 25, 2023