নতুনদিল্লি ১০ সেপ্টেম্বর
নতুন দিল্লিতে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দেয়ের লেয়েন-এর সঙ্গে বৈঠক করেন।
দুই অতিথিই জি-২০ সভাপতিত্বে ভারতের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
তাঁদের আলোচনায় উঠে আসে পরবর্তী ভারত-ইউরোপীয়ান ইউনিয়ন শিখর সম্মেলন, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে চলতি আলোচনা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সহায়ক জীবনশৈলী অর্থাৎ LiFE, ডিজিটাল প্রযুক্তি এবং বাণিজ্য ও প্রযুক্তি পর্ষদ সহ ভারত-ইউরোপীয়ান ইউনিয়ন কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক।
২০২৩-এর ৯ সেপ্টেম্বরে ঘোষিত ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর নিয়েও তাঁরা আলোচনা করেন। প্রকল্পটির দ্রুত রূপায়নে জোর দেন তাঁরা। এই করিডর ঘিরে সৌরপ্রকল্প গড়ে তোলার সম্ভাবনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
AC/AC/CS…
PM @narendramodi held an excellent meeting with @EU_Commission President @vonderleyen and @eucopresident @CharlesMichel. They deliberated on crucial subjects like connectivity, trade, technology, renewable energy, and more. pic.twitter.com/kKmt4ZwzAq
— PMO India (@PMOIndia) September 10, 2023
Great meeting with @EU_Commission President @vonderleyen and @eucopresident @CharlesMichel. Subjects such as improved connectivity, trade and technology featured prominently in our discussions. India-EU cooperation in futuristic sectors including green hydrogen is very laudatory. pic.twitter.com/ZimofZG7lZ
— Narendra Modi (@narendramodi) September 10, 2023