Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউরোপীয়ান কাউন্সিল এবং ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্টের বৈঠক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউরোপীয়ান কাউন্সিল এবং ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্টের বৈঠক


 নতুনদিল্লি ১০ সেপ্টেম্বর

 

নতুন দিল্লিতে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দেয়ের লেয়েন-এর সঙ্গে বৈঠক করেন।
দুই অতিথিই জি-২০ সভাপতিত্বে ভারতের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
তাঁদের আলোচনায় উঠে আসে পরবর্তী ভারত-ইউরোপীয়ান ইউনিয়ন শিখর সম্মেলন, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে চলতি আলোচনা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সহায়ক জীবনশৈলী অর্থাৎ LiFE, ডিজিটাল প্রযুক্তি এবং বাণিজ্য ও প্রযুক্তি পর্ষদ সহ ভারত-ইউরোপীয়ান ইউনিয়ন কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক।
২০২৩-এর ৯ সেপ্টেম্বরে ঘোষিত ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর নিয়েও তাঁরা আলোচনা করেন। প্রকল্পটির দ্রুত রূপায়নে জোর দেন তাঁরা। এই করিডর ঘিরে সৌরপ্রকল্প গড়ে তোলার সম্ভাবনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

AC/AC/CS…