Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বৈঠক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বৈঠক


নতুনদিল্লি ১০ সেপ্টেম্বর

 

নতুন দিল্লিতে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ন সুক ইওল-এর সঙ্গে বৈঠক করেন।
জি-২০ সভাপতিত্বের পাশাপাশি চন্দ্রযান অভিযানে ভারতের সাফল্যের জন্যও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি।
এই বছর দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের প্রসঙ্গটি তাঁদের আলোচনায় স্থান পায়। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, সেমি-কন্ডাক্টর এবং বৈদ্যুতিকযানের ব্যাটারি প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেন তাঁরা।
আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও তাঁদের মধ্যে মত বিনিময় হয়।

AC/AC/CS