নতুনদিল্লি ৮ ই সেপ্টেম্বর
বিশ্ব ব্যাঙ্ক তার জি-২০ নথিতে ভারতের আর্থিক অন্তর্ভুক্তিকরণের যে সাফল্যের চিত্র প্রকাশ করেছে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এতে দেখা যাচ্ছে মাত্র ৬ বছরের মধ্যে ভারত তার আর্থিক অন্তর্ভুক্তিকরণের যে লক্ষ্য অর্জন করেছে, অন্যভাবে তা করতে কম করে ৪৭ বছর সময় লেগে যেত।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন,
“ডিজিটাল জন পরিকাঠামোর বলে আর্থিক অন্তর্ভুক্তিকরণে ভারতের বিরাট অগ্রগতি !
@WorldBank তার জি-২০ নথিতে ভারতের শ্রীবৃদ্ধির অত্যন্ত আকর্ষণীয় দিক তুলে ধরেছে।ভারত মাত্র ৬ বছরে আর্থিক অন্তর্ভুক্তিকরণের লক্ষ্য অর্জনে যে সাফল্য পেয়েছে, অন্যভাবে তা করতে কম করে ৪৭ বছর সময় লেগে যেত।
আমাদের জনসাধারণের উদ্যম এবং বলিষ্ঠ ডিজিটাল পরিকাঠামোকে সাধুবাদ জানাচ্ছি। এটি দ্রুত অগ্রগতি এবং উদ্ভাবনেরও সাক্ষ্য বহন করে।
https://www.news18.com/india/if-not-for-digital-payment-infra-in-6-yrs-india-would-have-taken-47-yrs-to-achieve-growth-world-bank-8568140.html””
AC/AB/CS
India's leap in financial inclusion, powered by Digital Public Infrastructure!
— Narendra Modi (@narendramodi) September 8, 2023
A G20 document prepared by the @WorldBank shared a very interest point on India's growth. India has achieved financial inclusion targets in just 6 years which would otherwise have taken at least 47…