নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর, ২০২৩
মহামান্য প্রেসিডেন্ট জোকো উইডোডো,
মহামহিম,
মান্যবর,
নমস্কার,
আমাদের অংশীদারিত্ব চার বছরে পা দিচ্ছে।
এই প্রসঙ্গ বলি, ভারত-আসিয়ান শীর্ষ বৈঠকে যুগ্ম সভাপতির দায়িত্ব পালন আমার কাছে অত্যন্ত আনন্দের।
এই অনবদ্য শীর্ষ বৈঠকের আয়োজন করার জন্য আমি আন্তরিকভাবে প্রেসিডেন্ট উইডোডোকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমি আসিয়ান গোষ্ঠীর নেতৃত্বকেও অভিনন্দন জানাচ্ছি।
সম্প্রতি দায়িত্ব নেওয়া কম্বোডিয়ার মহামান্য প্রধানমন্ত্রী হুন মানেত-কে আমি আন্তরিক অভিনন্দন জানাই।
এই বৈঠকে পরিদর্শক হিসেবে হাজির থাকার জন্য তিমোর-লেসটের মহামান্য প্রধানমন্ত্রী জানানা গুসমাও-কেও আমি স্বাগত জানাচ্ছি।
মহামান্যগণ,
আমাদের ইতিহাস এবং ভূগোল ভারত ও আসিয়ানকে একসূত্রে বেঁধেছে।
সেইসঙ্গে আমাদের মূল্যবোধ, আঞ্চলিক একতা, শান্তি, সমৃদ্ধি এবং বহুমাত্রিক বিশ্বে একাত্ম ভাবনাও আমাদেরকে একসূত্রে বেঁধেছে।
ভারতের পুবে তাকাও নীতির মূল স্তম্ভ হল আসিয়ান।
ভারত আসিয়ানের কেন্দ্রিকতাকে এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আসিয়ানের দৃষ্টিভঙ্গীকে পুরোপুরি সমর্থন করে।
ভারতের ভারত-প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে আসিয়ান।
গত বছর আমরা ভারত-আসিয়ান বন্ধুত্ব বর্ষ উদযাপন করেছি এবং আমাদের সম্পর্ককে ‘সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করেছি।
মহামান্যগণ,
আজ আন্তর্জাতিক অনিশ্চয়তার আবহে পারস্পরিক সহযোগিতার প্রতিটি ক্ষেত্রে ক্রমাগত অগ্রগতি ঘটছে।
এটি আমাদের সম্পর্কের শক্তি ও সহনশীলতার সাক্ষ্য বহন করছে।
এই বছর আসিয়ান শীর্ষ বৈঠকে মূল বিষয় হল ‘আসিয়ান ম্যাটার্স : প্রগতির ভরকেন্দ্র’।
আসিয়ান গুরুত্বপূর্ণ, কারণ এখানে সবার কথা শোনা হয় এবং আসিয়ান প্রগতির ভরকেন্দ্র, কারণ বিশ্বের উন্নয়নে আসিয়ান অঞ্চলের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
‘বসুধৈব কুটুম্বকম’- ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ এই অনুভূতিও ভারতের জি২০ সভাপতিত্বের মূল মন্ত্র।
মহামান্যগণ,
২১ শতক হচ্ছে এশিয়ার শতক। এটা আমাদের শতক।
এই কারণে কোভিড-পরবর্তী শৃঙ্খলাবদ্ধ বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা এবং মানব কল্যাণে আমাদের সবার চেষ্টা চালানো একান্ত প্রয়োজনীয়।
মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অগ্রগতি এবং বিশ্বের দক্ষিণ অংশের কণ্ঠস্বর তুলে ধরা আমাদের সবার অভিন্ন স্বার্থ হওয়া উচিত।
আমি বিশ্বাস করি যে, আগামী দিনের ভারত এবং আসিয়ান অঞ্চলকে শক্তিশালী করার লক্ষ্যে আজকের আলোচনায় নতুন প্রস্তাব গৃহীত হবে।
সমন্বয়কারী দেশ সিঙ্গাপুর, নতুন চেয়ারম্যান লাও পিডিআর এবং আপনাদের সকলের সঙ্গে,
কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে ভারত অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ।
মূল ভাষণটি প্রধানমন্ত্রী দিয়েছেন হিন্দিতে।
AC/MP/NS
My remarks at the ASEAN-India Summit. https://t.co/OGpzOIKjIf
— Narendra Modi (@narendramodi) September 7, 2023
Always a delight to meet @ASEAN leaders. The ASEAN-India Summit is testament to our shared vision and collaboration for a better future. We look forward to working together in futuristic sectors which will enhance human progress. pic.twitter.com/6YNIuTUjKs
— Narendra Modi (@narendramodi) September 7, 2023
Selalu menyenangkan bertemu dengan para pemimpin @ASEAN. KTT ASEAN-India merupakan bukti visi dan kolaborasi kita bersama untuk masa depan yang lebih baik. Kami berharap dapat bekerja sama di sektor-sektor futuristik yang akan meningkatkan kemajuan umat manusia. pic.twitter.com/1rT3XNTZiC
— Narendra Modi (@narendramodi) September 7, 2023
Attended the East Asia Summit being held in Jakarta. We had productive discussions on enhancing closer cooperation in key areas to further human empowerment. pic.twitter.com/UfN8LiR6Zk
— Narendra Modi (@narendramodi) September 7, 2023
Menjelang East Asia Summit yang diadakan di Jakarta. Kami melakukan diskusi produktif mengenai peningkatan kerja sama yang lebih erat di bidang-bidang utama untuk meningkatkan pemberdayaan manusia. pic.twitter.com/haJ9qEdXWP
— Narendra Modi (@narendramodi) September 7, 2023